বাংলাদেশে ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমায়: জাতিসংঘের প্রতিবেদন
- By Jamini Roy --
- 18 October, 2024
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে চরম দারিদ্রসীমার নিচে বাস করছেন ৪ কোটি ১৭ লাখ মানুষ। এর মধ্যে ৬ দশমিক ৫ শতাংশের অবস্থার অবনতি হয়েছে। প্রতিবেদনটি 'বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক-২০২৪: সংঘাতের মধ্যে দারিদ্র্য' শিরোনামে প্রকাশিত হয়েছে এবং এতে ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের ওপর গবেষণা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে, যার প্রায় অর্ধেকই সংঘাতকবলিত দেশের বাসিন্দা। দক্ষিণ এশিয়ায় ২৭ কোটি ২০ লাখ দরিদ্র মানুষের মধ্যে অনেকেই অপুষ্টির শিকার। বাংলাদেশে দারিদ্র্যের মূল কারণ হিসেবে মানুষের জীবনযাত্রার মান (৪৫.১%) এবং শিক্ষা (৩৭.৬%) উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের তথ্য অনুযায়ী, ১৮ দশমিক ৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এর মধ্যে ৫ দশমিক ৬ শতাংশ মানুষ চরম দারিদ্র্যসীমায় রয়েছেন। বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ১৬ কোটি ৯৮ লাখের বেশি।
বিশ্বে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস ভারতে, যেখানে ২৩ কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্রও দারিদ্র্যের তালিকায় শীর্ষে রয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, দারিদ্র্যের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা, যাদের মধ্যে ৫৮ কোটি ৪০ লাখের বয়স ১৮ বছরের কম।
ইউএনডিপির পরিচালক সাবরিনা আলকায়ার মনে করেন, সংঘাতপূর্ণ দেশগুলোতে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। সংঘাত বন্ধ না হলে দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা ব্যর্থ হবে। শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগ ছাড়া দারিদ্র্য বিমোচনের কার্যক্রম কার্যকর হবে না।
বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি এবং বৈশ্বিক দারিদ্র্য সূচকের সঙ্গে তুলনা করে দেখা যাচ্ছে যে, এই সমস্যা মোকাবেলায় সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি। আর্থিক সংকট ও অন্যান্য সমস্যা বিবেচনায় বাংলাদেশকে একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।